শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ ভাঙ্গা উপজেলাধীন ঘারুয়া ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠির সন্তান সন্ততির সু-শিক্ষা গ্রহণের সুবিধার্থে তৎকালিন শিক্ষায় নিবেদিত প্রান জনাব মরহুম আব্দুল আজিজ খলিফা, জনাব মরহুম মোশারফ হোসেন, জনাব মরহুম মাহতাব উদ্দিন লস্কর, প্রয়াত বনমালী দত্ত, জনাব আবুল কাশেম মৃধা প্রমুখ তাদের আন্তরিক সদিচ্ছা, ভূ-সম্পত্তি, অর্থকড়ি, মেধাশক্তি ও কায়িক শ্রম দিয়ে ১৯৬১ সনে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই বিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব আবদুল জব্বার মোল্লা। প্রতিষ্ঠানটি ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয়ে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী এবং ৩০ জন শিক্ষক কর্মচারী নিয়ে গঠিত।
See EIIN CertificateInstitute EIIN Number :
108633Institute Name
Sharifabad High School and CollegeTag
Address
SharifabadMobile No
01309108633Current Student
823Institute Type
School and CollegeClass
10,8,7,9,6Classroom
16